নীলেশ দাস আসানসোল:- কুলটি বিধানসভা অন্তর্গত ডিসেরগড়ের সাঁকতড়িয়া হুসেনিয়া মোড় সংলগ্ন কুলটি ব্লক তৃণমূল কার্যালয়ের নিকট রাস্তার পাসে ECL এর ফাঁকা জায়গাতে রবিবার একটি অস্থায়ী দোকান বসানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝেমেলা বাঁধে ।
কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিমান আচার্যির ছেলে চন্দন আচার্যির সঙ্গে কুলটি ব্লক তৃণমূলে হকার ইউনিওনের সভাপতি তথা তৃণমূলের যুব নেতা মোবিন আনসারির সঙ্গে । এই ঝেমেলার খবর সুনে পৌহ্চে যায় এলাকার প্রাক্তন পার্ষদ তথা এলাকার বিজেপি নেতা অভিজিৎ আচার্য্য। অভিজিৎ আচার্য্য পরিস্তিতি বুঝে তৃণমূলের ব্লক সভাপতি বিমান আচার্য্য এর ছেলে চন্দন আচার্য্য পক্ষ্যে দাঁড়ায় এবং উক্ত ঝেমেলায়া জড়িয়ে পড়েন ।
আরো পড়ুন :- পূর্ব বর্ধমানের ভাতারে লোক জনশক্তি পার্টির এক নেতাকে মারধর করার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কুলটি থানার সাঁকতড়িয়া ফাঁড়ি পুলিশ । অবশেষে পুলিশের মধ্যস্থতায় দুই গস্টিকে দুই দিকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।