Type Here to Get Search Results !

আজ থেকে আবার দার্জিলিং-এ চালু হলো Toy Train পরিষেবা



নিজস্ব প্রতিনিধি:- দার্জিলিং (Darjeeling) পাহাড়ের প্রধান আকর্ষণ টয় ট্রেন (Toy Train) । কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে বন্ধ ছিল টয়ট্রেন (Toy Train)পরিষেবা ।প্রায় ১১৫ দিন এই পরিষেবা বন্ধ ছিল  ছিল, কিন্তু আজ অর্থাৎ বুধবার থেকে আবার টয় ট্রেন তার স্বমহিমায় তার  ট্র্যাক চলাচল শুরু করলো।  দার্জিলিং (Darjeeling) থেকে এনজেপি (NJP)এবং এনজেপি থেকে দার্জিলিং,রেলওয়ে বোর্ডর নির্দেশে আজ থেকে চালু হলো টয়ট্রেন পরিষেবা (Darjeeling's Toy Train Resumes)। এদিন সকাল ৮টায় দার্জিলিং রেলওয়ে স্টেশন (Darjeeling Station) থেকে যাত্রা শুরু হয় এবং ঘুম স্টেশনে (Ghoom Station) থামে যেখানে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল  করা হয়েছিল। 

স্টেশন ম্যানেজার সুমন প্রধান জানান, আমরা সকল পর্যটককে দার্জিলিং (Darjeeling) এ স্বাগত জানাই এবং এই ট্রেনের যাত্রাপথে সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার আহ্বান জানান। তিনি জানান এবারের টয়ট্রেনে (Toy Train) প্রধান বিষয় হল যে এইবার এই টয় ট্রেনের সাথে পার্সেল ভ্যানটি (Parcel Van) চালু করা হয়েছে । যা এর আগে ছিল না।  ব্রিটিশ আমলে ছিল তার পর তা বন্ধ হয়ে যায়। এই পার্সেল ভ্যান চালু হবার ফলে স্থানীয় মানুষ জন তাদের পণ্য এনজেপি (NJP) থেকে দার্জিলিং (Darjeeling) ও দার্জিলিং থেকে এনজেপি সহজেই নিয়ে যেতে পারবেন ,এতে স্থানীয়দের  উপকার হবে বলে জানান।ট্রেন টি  দার্জিলিং থেকে এনজেপি (NJP) পর্যন্ত এবং এনজেপি (NJP) থেকে দার্জিলিং (Darjeeling) পর্যন্ত চলবে । 


আরো পড়ুন:- 
যাত্রীবোঝাই বাসের পিছনে ধাওয়া করে বাস থেকে ব‍্যাগ বন্দী অবস্থায় ৩০ টি দেশী বোম উদ্ধার করলো পুলিশ

দার্জিলিং(Darjeeling) থেকে সকাল ৮ টা এবং এনজেপি (NJP)থেকে সকাল ১০ টা ছাড়বে । ৭ ঘন্টার মধ্যে এনজেপি (NJP) থেকে দার্জিলিং (Darjeeling) পৌঁছাবে। এই মুহূর্তে দার্জিলিং (Darjeeling) থেকে ১ টি ও এনজেপি (NJP) থেকে ১টি ট্রেন চলবে ,ট্রেন গুলি তে ফার্স্ট ক্লাস এ ৭ টি সিট থাকবে এবং সাধারণ শ্রেণী তে ২৯ টি সিট থাকবে এবং এবারে একটি পার্সেল ভ্যান (Parcel Van) সংযুক্ত করা হয়েছে বলে জানান এবং পর্যটকদের কোভিড বিধি মানে চলার ও পরামর্শ দেন । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad