স্টেশন ম্যানেজার সুমন প্রধান জানান, আমরা সকল পর্যটককে দার্জিলিং (Darjeeling) এ স্বাগত জানাই এবং এই ট্রেনের যাত্রাপথে সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার আহ্বান জানান। তিনি জানান এবারের টয়ট্রেনে (Toy Train) প্রধান বিষয় হল যে এইবার এই টয় ট্রেনের সাথে পার্সেল ভ্যানটি (Parcel Van) চালু করা হয়েছে । যা এর আগে ছিল না। ব্রিটিশ আমলে ছিল তার পর তা বন্ধ হয়ে যায়। এই পার্সেল ভ্যান চালু হবার ফলে স্থানীয় মানুষ জন তাদের পণ্য এনজেপি (NJP) থেকে দার্জিলিং (Darjeeling) ও দার্জিলিং থেকে এনজেপি সহজেই নিয়ে যেতে পারবেন ,এতে স্থানীয়দের উপকার হবে বলে জানান।ট্রেন টি দার্জিলিং থেকে এনজেপি (NJP) পর্যন্ত এবং এনজেপি (NJP) থেকে দার্জিলিং (Darjeeling) পর্যন্ত চলবে ।
দার্জিলিং(Darjeeling) থেকে সকাল ৮ টা এবং এনজেপি (NJP)থেকে সকাল ১০ টা ছাড়বে । ৭ ঘন্টার মধ্যে এনজেপি (NJP) থেকে দার্জিলিং (Darjeeling) পৌঁছাবে। এই মুহূর্তে দার্জিলিং (Darjeeling) থেকে ১ টি ও এনজেপি (NJP) থেকে ১টি ট্রেন চলবে ,ট্রেন গুলি তে ফার্স্ট ক্লাস এ ৭ টি সিট থাকবে এবং সাধারণ শ্রেণী তে ২৯ টি সিট থাকবে এবং এবারে একটি পার্সেল ভ্যান (Parcel Van) সংযুক্ত করা হয়েছে বলে জানান এবং পর্যটকদের কোভিড বিধি মানে চলার ও পরামর্শ দেন ।
