নীলেশ দাস,আসানসোল :-পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে শুরু হয়েছে রাজ্যব্যাপী দ্বিতীয় বারের দুয়ারে সরকার শিবির। সালানপুর ব্লকের অন্তর্গত উত্তরামপুর জিৎপুর পঞ্চায়েতের নিললোহিত কমিউনিটি সেন্টারে এবং দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রথম দিনের দুয়ারে সরকার ক্যাম্প শিবির অনুষ্ঠিত হয়।এশিবিরের মাধ্যমে দুয়ারে সরকারের যে সমস্ত প্রকল্প গুলি রয়েছে তার মধ্যে অন্যতম ভিড় দেখা গেল লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপে।এই দিন এই ক্যাম্পে কয়েক হাজার মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্মটি ফিলাপ করেন।সঙ্গে রয়েছে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য ভিড়।
তাছাড়া এদিন দেন্দুয়ার দুয়ারে ক্যাম্প গুলিতে সাধারণ মানুষ সব রকম সুবিধা পাচ্ছে কি না তা ক্ষতিয়ে দেখতে আসেন সালান পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ তৃণমূল নেতা মনোজ তেওয়ারী, মবিন খান জয় প্রকাশ সিং,পিন্টু তেওয়ারী,সোনি সিং।তাছাড়া স্থানীয় মানুষের সহযোগিতার জন্য সকাল থেকেই উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য চন্দন রজক,রেখা মল্লিক সহ তৃণমূল নেতা শঙ্কর ঘোষ,বিষ্ণু বাহাদুর,জবা সেন।
আরো পড়ুন:- পশ্চিম বর্ধমানে তৃণমূলের জেলাস্তরে রদবদলের পর প্রথম সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো আসানসোলে
এইদিন দুয়ারে সরকার ক্যাম্পের জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী জানান যে জিৎপুর পঞ্চায়েতের সাধারণ মানুষ ও বাড়ির মহিলারা স্বতঃ স্ফূর্ত ভাবে এগিয়ে এসে এই মুখ্যমন্ত্রীর দেওয়া বিভিন্ন প্রকল্পের লাভ নিতে এসেছেন।প্রায় দেড় থেকে দুই হাজার ফর্ম বিলি করা হয়েছে।
এই প্রসঙ্গে দেন্দুয়া উপ প্রধান রঞ্জন দত্ত বলেন সাধারণ মানুষের ভিড়কে নিয়ন্ত্রণ করতে আমরা গ্রামগুলিকে ভাগ করে দেওয়া হয়েছে।তাছাড়া লক্ষীর ভান্ডার ফর্মের জন্য মহিলাদের উৎসাহ প্রচুর দেখা গেলো।পঞ্চায়েতের তরফে যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হয়েছে।