তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- 'কিছু স্বার্থপর মানুষ এবং ফোড়ে ও দালাল-রা উঠে-পড়ে নেমেছে পানাগড় ইউনাইটেড ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের বদনাম করার জন্য।'এমনটাই অভিযোগ তুললেন পানাগড় ইউনাইটেড ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক হিরণময় বন্দোপাধ্যায়।
গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে সারা রাত ধরে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন পানাগড় বাইপাসের আন্ডারপাসে বেআইনিভাবে ওভারলোডিং না করার জন্য লরি চালকদের সচেতন করতে পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে সচেতনতার প্রচারে নামে পানাগড় ইউনাইটেড ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
গত কয়েকদিন আগে অ্যাসোসিয়েশনের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা জোর করে লরি আটক করছে। এই ঘটনার প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সম্পাদক হিরণময় ব্যানার্জি জানিয়েছেন এখনো পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ কেউ করেনি। এবং প্রশাসনের কাছেও এই ধরনের কোনো অভিযোগ আসেনি। তিনি জানিয়েছেন কিছু দালাল এবং ফোরে ও স্বার্থপর মানুষ তাদের কর্মসূচিকে বানচাল করার প্রচেষ্টা চালাচ্ছে। যাতে তাদের কর্মসূচি বানচাল হয় এবং স্বার্থপর মানুষেরা বেআইনিভাবে রাস্তায় ওভারলোডিং করে গাড়ি চালাতে পারে।
তবে তারা ওভারলোডিং এর বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং সচেতনতার প্রচার লাগাতার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তারা শুধুমাত্র লিফলেট বিলি করে এবং মাইকিং করে গাড়ি চালকদের সচেতন করছেন এর বেশি তারা কিছুই করেননি। কিছু সমাজবিরোধী তাদের নামে বদনাম রটানোর চেষ্টা চালাচ্ছে, তবে তাতে তাদের কোনো লাভ হবে না,কারণ তাদের লড়াইয়ে বহু লরি চালক এবং লরির মালিকরা তাদের পাশে দাঁড়িয়েছেন।
আরো পড়ুন :-তবে কিছু ব্যবসায়ী বা ট্রান্সপোর্টার যারা জোর করে ওভারলোডিং করছেন। যার কারণে ছোট ছোট ব্যবসায়ীরা ভাড়া পাচ্ছেন না। এবং ভাড়া বৃদ্ধি হচ্ছে। ফলে লোকসান হচ্ছে ছোট ছোট লড়ির মালিকদের। সেই লোকশান পূরণ করতে গিয়ে ছোট লরির মালিকরা ওভারলোডিং করছেন। ফলে ক্ষতি হচ্ছে তাদের গাড়ির। আর ক্ষতি হওয়া গাড়ি মেরামত করতে না পেরে সেই গাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছেন গাড়ির মালিকরা। সেই সমস্ত লরির মালিকরা এক হয়ে আন্দোলনে নেমেছেন।