এই বিষয়ে কুলটি ব্লক যুব তৃনমুল কংগ্রেস সভাপতি শুভাশিস মুখার্জী বলেন যে এই হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী কার্ডের বিনিময়ে চিকিৎসা করতে কোনো রোগী এলে বেড নেই বলা হয়,আবার সেই রোগীর পরিবার যখন মোটা টাকা দিয়ে চিকিৎসা করান তখন বেড ও চিকিৎসা শুরু হয়ে যাই।এবং হাসপাতাল থেকে দূরব্যবহার পর্যন্ত করা হয় একই সাথে তিনি আরো বলেন যে সাংবাদিক ছবি তুলতে গেলে হাসপাতালের নিরা পত্তা কর্মী ক্যামেরার সামনে এসে ক্যামেরা বন্ধ করতে বলেন এবং সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করেন ও সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে হাসপাতাল কতৃপক্ষ বাহুবলি শক্তি প্রদর্শন করে সাধারণ মানুষের টাকা লুট চক্রান্ত করছে এইটাই বিষয়। CMOHকে স্বাস্থ্যসাথির কার্ডের বিনিময়ে চিকিৎসা এই হাসপাতাল থেকে না দেয়ার অভিযোগ জানানো হয়েছে এবং CMOH আশ্বাসদেন বলে জানান কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশিস মুখার্জী।
আরো পড়ুন :-তবে এই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকের ক্যামেরা বন্ধ করতে বলেন হাস পাতালের নিরাপত্তা রক্ষী এবং সংবাদ সংগ্রহে বাধার সৃষ্টি ও দুর্ব্যবহার করেন হাসপাতাল কতৃপক্ষের নির্দেশে ওই কর্মরত নিরাপত্তা রক্ষী।এই বিষয়ে হাসপাতাল কতৃপক্ষের কোনো পতিক্রিয়া মেলেনি।ঘটনাস্থলে হাসপাতাল কতৃপক্ষের সংবাদ সংগ্রহের বাধা ও দূরব্যবহার কথা সাংবাদিকরা কুলটি থানাতে জানালে তৎক্ষণাৎ হাসপাতালের মালিক ও ওই নিরাপত্তা কর্মীকে কুলটি থানার পুলিশ থানায় ডেকে পাঠান ও থানাতে হাসপাতাল কতৃপক্ষ ও এবং সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করেছিলেন ওই নিরাপত্তা কর্মী তার ভুল শিকার করে নেন।