নীলেশ দাস ,আসানসোল :- বার্ণপুরের বার্ণ স্ট্যান্ডার্ড কোম্পানির কর্মী আবাসনে বিগত ১৫ দিন ধরে জল এবং বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কতৃর্পক্ষ। ওয়াগন কলোনীতে প্রায় একশো পরিবার জল এবং বিদুৎ পরিষেবার দাবিতে বিগত এক সপ্তাহ ধরে কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন। বুধবার সকালে ওয়াগন কলোনী বাসীদের সমর্থনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জী সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
অভিজিৎ ঘটক জানান বার্ণ স্ট্যান্ডার্ড কারখানার কর্মীরা কোম্পানির আবাসন ওয়াগন কলোনীতে থাকেন, কোম্পানি বন্ধ হয়ে গেলেও কর্মীরা আবাসনে বাস করেন। করোনা আবহাওয়ায় কতৃর্পক্ষ প্রচন্ড অমানবিক হয়ে কলোনীতে জল এবং বিদুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দিয়েছে, জল ও বিদুৎ না থাকার ফলে কলোনীবাসীরা প্রচন্ড অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছে।
আরো পড়ুন :-