ওয়েব ডেস্ক :- আফগানিস্তানে (Afghanistan) আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়ায় আরও গতি আনতে চাইছে নয়াদিল্লি। সূত্রের খবর, রবিবার আফগানিস্তান থেকে প্রায় ৩০০ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হতে পারে।কাবুলে আটকে পড়া ৮৭ জন ভারতীয় অবশেষে দেশে ফিরলেন।দুজন নেপালি নাগরিককেও সরিয়ে নিয়ে আসা হয়েছে। রবিবার এয়ার ইন্ডিয়ার বিশেষ দু'টি বিমান নয়া দিল্লিতে অবতরণ করেছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। তবে এখনও কাবুলে আটকে প্রায় হাজারের উপরে ভারতীয় (Indians)। তাদের মধ্যে ৩০০ জনকে রবিবারই দেশে ফেরানো হতে পারে বলে খবর। আফগানিস্তান তাবিলানি দখলে চলে যাওয়ার পর থেকেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেখানে। এমতাবস্থায় সেখানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে তৎপর দিল্লি।
Evacuation continues!
— Arindam Bagchi (@MEAIndia) August 22, 2021
IAF special repatriation flight with 168 passengers onboard, including 107 Indian nationals, is on its way to Delhi from Kabul. pic.twitter.com/ysACxClVdX
তারইমধ্য়ে দোহার ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে কাবুল থেকে যে ভারতীয়দের উদ্ধার করা হয়েছে, তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় ১৩৫ জন ভারতীয়কে দেশে ফেরোনা হচ্ছে। সূত্রের খবর, তাঁদের কাবুল থেকে দোহায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল।সেখান থেকেই ভারতে পাঠান হচ্ছে তাদের।
Jubilant evacuees on their journey home ! pic.twitter.com/3sfvSaEVK7
— Arindam Bagchi (@MEAIndia) August 21, 2021
আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের জন্য নয়াদিল্লিকে দিনে দুটি বিমান ওড়ানোর ছাড়পত্র দিয়েছে মার্কিন সেনা এবং ন্যাটো। যা গত ১৫ অগস্ট তালিবানের (Taliban) দখলে আফগানিস্তান চলে যাওয়ার পর থেকে কাবুল বিমানবন্দরের বিভিন্ন পরিষেবার দায়িত্ব আছে। অনুমতি পেয়ে নয়াদিল্লি আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করছে।