নিজস্ব প্রতিনিধি:- পূর্ব বর্ধমানের রায়নার ওলিবাজারে প্রবল বর্ষণের ফলে জলের তোড়ে ভেসে গেল কাঠের ব্রীজ।এলাকার মানুষ আতঙ্কে আছেন,জলমগ্ন হতে পারে আরো বেশ কিছু এলাকাও,জল বাড়লে লাগোয়া শ্মশানচুল্লি তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
খণ্ডঘোষের একলক্ষ্মীতে দ্বারকেশ্বর নদীর সেতুর কাছেই দেবখালের উপর এই কাঠের সেতু। এটি দিয়ে সবাই পারাপার করে। বর্ধমান ও হুগলির অনেকগুলি গ্রামের মানুষ এই সেতুর উপর ভরসা।দ্বারকেশ্বর নদে জল প্রায় ষাট ফুট বেড়ে গেছে।প্রবল বর্ষণ আর জলের তোড়ে ভেসে যায় কাঠের সেতুটি।সাধারণ মানুষ আশঙ্কা করছেন জল যদি আরো বাড়ে তাহলে লাগোয়া শ্মশানচুল্লিও ভেসে যেতে পারে।এতে বিপন্ন হতে পারে বসতিও।বৃহস্পতিবার বিকেলে বিডিও অনিশা যশ , জয়েন্ট বিডিও পার্থসারথি রায়চৌধুরী , পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক,কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েতের উপপ্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপপধান আনিসুর রহমান বলেন, তারা প্রশাসনের সব স্তরে জানিয়েছেন। আরো জল বাড়লে এলাকার ক্ষতি হতে পারে। তবে তারা তৈরি আছেন।মানুষজনকে সতর্ক করছেন।প্রয়োজনে তাদের স্কুলবাড়িতে নিয়ে যাওয়া হবে।