নিজস্ব প্রতিনিধি:- দু'দিনের লাগাতার বৃষ্টির জলে প্লাবিত হল পূর্ব বর্ধমানের গলসির একাংশ। একদিকে ডিভিসির সেচখালে জল ছাড়া আর অন্যদিকে প্রবল বর্ষণে গলসি ২ নম্বর ব্লকের চারপাঁচটি গ্রামের মাঠ প্লাবিত। জলের তলায় হাজার হাজার একর সদ্য রোয়া ধানের জমি। তাতেই মাথায় হাত পড়েছে এলাকার অধিকাংশ চাষিদের। এক হাটু জলে ডুবে রয়েছে ভূঁড়ি থেকে ইটারু যাবার বেশ কিছুটা যাতায়াতের মূলরাস্তা। এলাকায় জল নিকাশী ব্যবস্থা ভালো না থাকায় নিত্য দুর্ভোগে পড়েন স্কুল পড়ুয়া, ব্যবসায়ী, রোগী থেকে হাজার হাজার সাধারণ মানুষজন।
এলাকার বাসিন্দারা জানান, বাম জামানা থেকেই নিত্য ভোগান্তি স্বীকার হয়ে আসছেন গলসির মসজিদপুর গ্রাম পঞ্চায়েতের ইটারু, অমরপুর ও নবগ্রাম সহ পার্শ্ববর্তী তিন চারটি গ্রামের মানুষজন। তাদের দাবী বর্ষা এলেই জলে ডুবে যায় এলাকার যাতায়াতের একমাত্র রাস্তার বেশ কিছুটা অংশ। বন্ধ হয়ে যায় যানবহন চলাচল। এর জেরে স্তব্ধ হয়ে পরে জনজীবন। সমস্যায় পড়েন স্কুল পড়ুয়া থেকে রোগী সহ নিত্যযাত্রীরা।
পাশাপাশি জলের তলায় চলে যায় ইটারু, অমরপুর, নবগ্রাম সহ রাঘবপুর, গোমটপুর, ছালালপুর, পরশুড়ো ডালিমগড়ের মাঠের হাজার হাজার একর জমির ধান। ভোট আসে ভোট যায়, সরকার আসে সরকার যায়, তবুও দুর্ভোগ ও নিত্য যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি এখানকার মানুষদের। প্লাবন দেখে মনে হয় দামোদর নদ বুঝি এদিকেই বয়ে গেছে। সরকারের কাছে তাদের দাবী, একমাত্র যাতায়াতের পথটি সংস্কার হোক। পাশাপাশি উন্নত করা হোক এলাকার জল নিকাশী ব্যবস্থা।