নিজস্ব প্রতিনিধি:- বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ পূর্ব বর্ধমানের ভাতারে। সোমবার ভাতারের কালুত্তক গ্রামে বজ্রপাতে ট্রান্সফরমার পুড়ে যায়।এর জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রাম।সোমবার বিকেল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গ্রামে।ফলে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। গ্রামে পানীয় জল সংকট দেখা দিয়েছে।অবিলম্বে গ্রামে ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ চালু করতে হবে এই দাবিতে গ্রামবাসী পথ অবরোধ করে বর্ধমান বহরমপুর বাদশাহী রোড।অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। ঘন্টা খানেক অবরোধ চলার পর পুলিশী আশ্বাসে অবরোধ ওঠে।