নিজস্ব প্রতিনিধি:- বাঁকানদীর পাড়ে একটি পাড়ায় বিপন্ন কয়েকঘর মানুষ।তার মধ্যে একটি বাড়িতেই অবস্থা খুব খারাপ।মঙ্গলবার বিকেলে সেচ দপ্তরের আধিকারিক বাড়িটি পরিদর্শন করে সাময়িক ব্যবস্থাগ্রহণের কথা বলেন।কিন্তু সামনে প্রবল বর্ষণের সতর্কবার্তা থাকায় ঘর তলিয়ে যাবার আশঙ্কায় বাসিন্দারা। বর্ধমান শহরে পেরিয়ে বাঁকানদীর ধার বরাবর ছাতিমতলা এলাকাটি। এখানে শীর্ণ বাঁকা নদী বাঁক খেয়েছে। বর্ষার জলের প্রবাহে বাঁকা ফুলেফেঁপে ধাক্কা মারছে বাড়িতে। বাড়ির ভিত ও দেওয়ালে ফাটল ধরেছে।
বাসিন্দারা জানান, তারা সব স্তরে জানিয়েছেন।কিছু ব্যবস্থা দ্রুত নেওয়া হোক।নইলে রাতে আতঙ্কে ছেলেমেয়ে নিয়ে চিন্তায় ঘুম হচ্ছে না তাদের।আর এক বাসিন্দা জানা, তারা থাকতেই পারবেন কী না তাই সন্দেহ।তারা এ অফিস ও অফিস ছুটে বেড়াচ্ছেন সুরাহার আশায়।সেচ দপ্তরের আধিকারিক চিররঞ্জন দত্ত জানান, তিনি পরিদর্শন করে উচ্চতর কতৃপক্ষকে জানাবেন। তবে এই বর্ষায় সাময়িক কিছু ব্যবস্থাই নেওয়া সম্ভব।