তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শুক্রবার কাঁকসার ১১ মাইল এলাকায় এক বিজেপি কর্মীর চায়ের দোকান ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শুক্রবার সকাল থেকেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্ধমান সদরের বিজেপি জেলা সহ সভাপতি জানিয়েছেন বিজেপির কর্মী বিমল মৈত্র নিজের চায়ের দোকান থেকে রোজকার করে কোনোমতে সংসার চালান।
শুক্রবার সকালে আচমকা তার দোকানে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। গোটা ঘটনার বিজেপির উচ্চ নেতৃত্ব এর কাছে তারা অভিযোগ জানিয়েছেন। এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। তিনি আরো বলেন ভোটের পর থেকেই রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এবং বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। শুক্রবারের ঘটনা তারই প্রমাণ।
যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগ নেই। ওই বিজেপি কর্মীর সোশ্যাল নেটওয়ার্কে নানান কুরুচিকর রাজনৈতিক মন্তব্য এবং ছবি পোস্ট করতেন। যার কারণে এলাকার মানুষের সাথে তার বচসা শুরু হয়। সেই ঘটনা থেকেই দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এতে তৃণমূলের কোনোভাবেই যোগ নেই।
