তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- চার দফা দাবিতে কাঁকসার বিডিওর কাছে স্মারকলিপি জমা দিলেন বিজেপি কর্মী সমর্থকরা।বিজেপি নেতা তথা বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা জানিয়েছেন। ত্রিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাঁকসা কলোনিতে বিজেপির নির্বাচিত যে মহিলা পঞ্চায়েত সদস্যা রয়েছেন তার এলাকায় কোন কাজ করতে গেলে পঞ্চায়েত সদস্যার সই কে মান্যতা দিচ্ছে না গ্রাম পঞ্চায়েত।
এছাড়াও কাঁকসার বিভিন্ন এলাকায় নিকাশি নালার সাফাই না হওয়ার জন্য এলাকার মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।এবং কাঁকসা ব্লকে জল জীবন প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হলেও সাধারণ মানুষ এখনো পানীয় জল পাচ্ছেন না। এই সমস্ত বিষয়গুলি নিয়ে ৪ দফা দাবিতে কাঁকসার বিডিওর কাছে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয় শুক্রবার।
কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য তাদের দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন । জানিয়েছেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা।
