নিজস্ব প্রতিনিধি:- করোনা কালে ছাত্র ছাত্রী দের মধ্যে শিক্ষার অগ্রগতি আনতে বর্ধমান খাগড়া গড় এলাকার প্রায় ৯০ জন মাধ্যমিক,উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রী দের সংবর্ধনা দেওয়া হলো খাগড়া গড় তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। সংবর্ধনা পেয়ে খুশী খাগড়া গড় এলাকার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা।বর্ধমান সাধুমতি বালিকা উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্রী রুকসাদ খন্দকার বলেন, আগামী দিনে স্কুল শিক্ষিকা হয়ে সকল আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ছাত্র ছাত্রী দের বিনামূল্যে শিক্ষা দান করে তাদের শিক্ষত করে তুলতে চায় সে।
খাগড়া গড় এলাকার তৃণমূল কংগ্রেসের পক্ষে সেখ মনিরুল জামান বলেন, খাগড়া গড় এলাকার অনেক মানুষ এখনো শিক্ষার দিকে থেকে পিছিয়ে আছেন। তাদের ছেলে মেয়ে দের শিক্ষার আঙ্গিনায় ফিরিয়ে আনতে এই সংবর্ধনা অনুষ্ঠান।পাশাপাশি রাজ্যের সকল ছাত্র ছাত্রীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করেছেন সেই ক্রেডিট কার্ড প্রকল্প সকল ছাত্র ছাত্রী দের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এরপর সিবিএসসি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানান সেখ মনিরুল জামান।