নিজস্ব প্রতিনিধি :- ফের মহিলা পকেটমার ধরা পড়লো বর্ধমানে। শনিবার গুরুপূর্ণিমা উপলক্ষ্যে বর্ধমান শহরের নীলপুরের শ্রীগুরু আশ্রমে সকাল থেকেই ভক্তদের ভিড়।আর সেই ভিড়ের মধ্যেই হাত সাফাই।এক মহিলার গলা থেকে হার ছিনতাই হয়ে যায়।তবে হার ছিনতাই করে চম্পট দেওয়ার আগেই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ধরে পড়ে যায় তিন মহিলা পকেটমার। এই দলে আরো বেশ কয়েকজন ছিল।তারা সুযোগ পেয়ে পালিয়ে যায়।খবর যায় বর্ধমান থানায়। পুলিশ গিয়ে মহিলাদের আটক করে নিয়ে যায়।পুলিশ সূত্রে জানা যায় ধৃত তিন মহিলার নাম কাজল দাস ,দুর্গা শীল ও স্বরস্বতী মালিক এদের বাড়ি পূর্ব বর্ধমনেরর মেমারির দেবীপুর এলাকায়।
