নিজস্ব প্রতিনিধি:- '১৯৪৬ এর ১৬ আগস্ট মুসলিম লিগ ডাইরেক্ট অ্যাকশন দিবস পালন করেছিল। গোটা বাংলা রক্তাক্ত হয়েছিল। সেই স্মৃতিকে জাগিয়ে তুলতেই কি ১৬ আগস্ট 'খেলা হবে দিবস' পালন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়?' আজ বর্ধমানের বিজেপি দপ্তরে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বিজেপি নেতা রাহুল সিনহা।
এদিন তিনি আরো বলেন, '১৬ আগস্ট ১৯৮০ তে খেলার মাঠে ১৬ জন পদপিষ্ট হয়ে মারা যান।এটা একটা দুঃখের দিন।মুখ্যমন্ত্রীর গদি বাঁচাতে মমতা মরিয়া।তাই তিনি পাগলের মত উপনির্বাচন চাইছেন।পরিস্থিতি স্বাভাবিক হলে উনি নিজেই ২১ জুলাই ভার্চুয়াল সমাবেশ করতেন না।'
এদিন তিনি আরো বলেন,'কেন্দ্রীয় স্তরে সংগঠন বিস্তারের নাটক করছেন নেত্রী। এর আগেও করেছেন।এতে কোনো ফল হবে না। বাংলার বাইরে ওনার দলের কোনো অস্তিত্ব নেই।'
রাহুল সিনহা অভিযোগ করে বলেন, 'এবারের মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলে দুর্নীতি হয়েছে।পরিকল্পিতভাবে ধর্মীয় কারণ দেখিয়ে র্যাঙ্ক দেওয়া হয়েছে।এই অভিযোগ মিথ্যা প্রমাণ হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।রাজ্যজুড়ে ২-রা মের পর থেকে লাগামহীন সন্ত্রাস চলছে।২৮ তারিখের আদালতের রায়ের দিকে সবাই তাকিয়ে আছে।'
