নিজস্ব প্রতিনিধি:- সোমবার চার ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান পৌরসভার বেশকয়েকটি ওয়ার্ড। শহরের ৪, ১৬, ২১ নম্বরের বেশ কিছু জায়গার মানুষ সমস্যার মধ্যে রয়েছে গতকাল রাত থেকে। শহরের নোংরা জল নিকাশির জন্য সাবজোলা খাল চার নম্বর ওয়ার্ডের উপর দিয়ে গেছে। এই সাবজোলা খালের জলথেকেই চার নম্বর ওয়ার্ডের মানুষজন সমস্যার মধ্যে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে সাবজোলা খাল পরিস্কার না হওয়ার কারণে কোথাও কোথাও কোমর জল জমে গেছে। একপশলা বৃষ্টিতেই এই এলাকায় একহাটু জল জমে জায়। গতকাল দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ার ফলে সমস্যা আরও ভয়াবহ হয়েছে।বার বার প্রসাশনকে জানিয়েও কোন ফল হয়নি। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিনিধিরা এসে আস্বস্ত করেন, কিন্তু কাজের কাজ কিছু হয় না।
গতকালের বৃষ্টিতে প্রায় দুশো বাড়িতে এক কোমর করে জল জমে গেছে। এলাকায় বেশ কিছু মাটির বাড়ি আছে, বেশি সমস্যার মধ্যে পরেছে এই সকল পরিবারগুলি। যেকোনো মূহুর্তে বাড়ি ভেঙে পরার আশঙ্কা করছেন তারা। স্থানীয় তৃণমূল নেতৃত্ত্ব ঘটনার কথা স্বীকার করে নিয়েছে।
পূর্ব বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সাধারন সম্পাদক তথা এই ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম জানিয়েছেন,এই ঘটনা নিয়ে একাধিক বার জেলা প্রসাশনকে জানানো হয়েছে। খুব শীঘ্রই হয়তো সমস্যা মিটবে। বেশ কিছু মানুষকে স্থানীয় স্কুলে স্থানান্তরিত করা হয়েছে। তাদের খাবার ও ত্রিপলের ব্যবস্থা করা হচ্ছে।
এলাকা পরিদর্শনে এসে বর্ধমান দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস জানান, বেশ কয়েকটি ওয়ার্ডে জল জমেছে। আমি সবকটি ওয়ার্ড পরিদর্শন করছি। সমস্যার কথা শুনছি,প্রয়োজন মত সমাধান করা হবে। সাবজোলা খাল প্রসঙ্গে তিনি জানান, এবিষয়ে বর্ধমান ডেভেলপমেন্ট অথোরিটির সাথে কথা হয়েছে। খুব শীঘ্রই সাবজোলা খাল পরিস্কার করা হবে।