নিজস্ব প্রতিনিধি:- মঙ্গলবার বর্ধমান শহরের বাদামতলা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এদিন রাইসমিল অ্যাসোসিয়েশনের একটি বৈঠক ছিল, সেই বৈঠকে ছিলেন সোনার বাংলা এগ্রো প্রাইভেট লিমিটেডের মালিক কামাল হোসেন মণ্ডল। বৈঠক সেরে নিজের চাল গদি থেকে দু'লক্ষ টাকা নিয়ে বাড়ির দিকে যাবার জন্য বর্ধমানের বাদামতলা এলাকায় তিনি দাঁড়ান গাড়ি ধরার জন্য ।
সেই সময় বাদামতলা দিক থেকে দু'জন বাইকে চড়ে এসে তার হাত থেকে ওই টাকা ছিনিয়ে নিয়ে পালায়। সেখানেই চোর চোর বলে চিৎকার শুরু করেন কামাল বাবু। ঘটনার খবর দেওয়া হয় বর্ধমান থানার পুলিশকে।বর্ধমান থানায় অভিযোগ জানায় কামাল বাবু।পাশাপাশি তিনি বর্ধমানের জেলা পুলিশের দপ্তরেরও অভিযোগ জানান। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ ।
এদিকে শহরে পর পর ছিনতাইয়ের ঘটনায় আলোড়ন পরে গিয়েছে শহর জুড়ে ।এদিন কামাল বাবু বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই আমার হাত থেকে কাগজে মোড়া দু'লক্ষ্য টাকা ছিনতাই করে নিয়ে পালায় দু'জন ব্যক্তি ।একজন হেলমেট পরেছিলো ।একজনের মুখে মাস্ক ছিলো ।দু'জনই কালনা রোড ধরে পালিয়ে যায় বলে জানান তিনি ।তিনি আরও বলেন মনে হয় ওরা আগে থেকে জানতো না হলে বুঝবে কি করে আগে থেকে যে আমার হাতে টাকা আছে ।