নীলেশ দাস,আসানসোল:- আসানসোলের বার্নপুরে মঙ্গলবার বার্নস্ট্যান্ডার্ড কারখানার গেটের সামনে বিক্ষোভ আবাসিকদের।জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে তৃণমূলের পতাকা তলায় বিক্ষোভ প্রদর্শন করে বার্নপুরের বার্নস্ট্যান্ডার্ড আবাসিকদের। আবাসিকদের দাবি দীর্ঘদিন ধরে জল ও বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে। এই অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে উৎপল সেন তৃণমূল জেলা সেক্রেটারি জানান,এইটা দীর্ঘদিনের সমস্যা তৈরি করেছে বার্নস্ট্যান্ডার কতৃপক্ষ। ইস্কো কারখানাকে একটা লাভজনক সংস্থাকে বিক্রি করে দিলো এইটা দুর্ভাগ্য জনক বেপার।
এখনকার যে দিন আনা দিন খাওয়া যে সমস্ত মানুষ নুনতম জল ও বিদ্যুৎ পরিষেবা টুকুও বন্ধ করে দিয়েছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা সেটাও বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকারের এই নীতি। এইরকম নীতি আজ পর্যন্ত কোনদিন দেখেনি। তাদের দাবি এখনকার বিধায়ক অগ্নিমিত্রা পল এসে তাদের সমস্যা দেখে তাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করুক।
এই সমস্যাকে অবিলম্বে সমাধান করতে হবে,এই জল ও বিদ্যুৎ মানুষের যে অধিকার বিনামূল্যে দিতে হবে বলে জানান। অন্যদিকে এক স্কুল ছাত্রীর বক্তব্য, এই কোভিড পরিস্থিতিতে সমস্ত স্কুল বন্ধ, যায় ফলে অনেকেরই পড়াশোনা হচ্ছে না। যাদের হচ্ছে তবে অনলাইনের মাধ্যমে। যদি বিদ্যুৎ পরিষেবা বন্ধ থেকে তাহলে পড়াশোনায় ক্ষতি হবে বলে জানায় স্কুল ছাত্রী।