নিজস্ব প্রতিনিধি:- বর্ধমান তেজগঞ্জ দক্ষিনপ্রান্ত বাজার কমেটির উদ্যোগে শনিবার গ্ৰহরাজ বাবার মূর্তি স্থাপন করা হলো এদিন এই মূর্তির শুভারম্ভ হলো।এদিন উদ্যোগতারা জানান ৪০হাজার টাকা ব্যায়ে এই মূর্তি স্থাপন করা হয়েছে ।তারা আরও বলেন আমাদের এই এলাকায় অনেক মা বোন ভাইরা আছেন যারা প্রতি শনিবার এই জাতীয় সড়ক পার করে গ্ৰহরাজ বাবার পুজো দিতে যান।অনেকে রাত হয়ে যায় ফিরতে তাদের অসুবিধা হয় তাই তাদের কথা চিন্তা করেই এবং বাজার কমেটির উন্নতির স্বার্থে এই গ্ৰহরাজ বাবার মূর্তি স্থাপন করা হলো।এলাকার মহিলারা এতে খুব খুশি, এই মন্দির হওয়ায় তাদের আর রাস্তা পারাপার করে পুজো দিতে যেতে হবেনা নিজের এলাকায় পুজো দিতে পেরে খুব খুশি।