নিজস্ব প্রতিনিধি:-পূর্ব বর্ধমানের জামালপুর থানার অমরপুরের খেয়াঘাট সন্ধ্যা ৬ টার পর থেকে আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। এভাবেই চলবে এখন প্রতিদিন। দামোদর নদ পারাপার করার জন্য একমাত্র যোগাযোগের মাধ্যম নৌকা পারাপার বন্ধ হয়ে সমস্যায় পড়বেন অসংখ মানুষ।গত কদিনের প্রবল বর্ষণে দামোদর নদ ফুলে ফেঁপে উঠছে । জল বাড়ছে প্রতিনিয়ত। সন্ধ্যার পর থেকে প্রতিদিন নৌকা চলাচল বন্ধ থাকবে বলে জানান ঘাট কর্মীরা।
এলাকার বাসিন্দা চন্দন চ্যাটার্জি জানান, সব কাজেই এপারে আসতে হয়। আর এক বাসিন্দা রাজেন্দ্রনাথ মন্ডল বলেন স্কুল কলেজ বা স্বাস্থ্যকেন্দ্র সব কিছুই যেতে হয় নৌকা পেরিয়ে। প্রবীণ নাগরিক অশোক পাত্র জানান, ক্ষণে ক্ষণে নদের জল বাড়ছে।খেয়া বন্ধ হলে বাজারহাট কীভাবে হবে?সূজন ধারার দাবি, এলাকায় পাকা সেতুর দাবি অনেকদিনের। এটাই একমাত্র স্থায়ী সমাধান। সেদিকেই তাকিয়ে আছেন তারা।
ঘাটের কর্মী নিয়াবুদ্দিন মল্লিক জানান, বিপজ্জনক ভাবে জল বাড়ছে। সন্ধ্যে থেকেই তাই পারাপার বন্ধ করে দিতে হবে।এইসময় লাইফ জ্যাকেট ছাড়াই লোকেরা ঘাট পেরোচ্ছেন। ঘাটের কর্মীর দাবি সংক্রমণের ভয়ে লোকেরা লাইফ জ্যাকেট পড়তে চাইছেন না।