তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- চুরি-ছিনতাইসহ একাধিক অপরাধের সাথে যুক্ত থাকার অভিযোগে কাঁকসার বিভিন্ন প্রান্ত থেকে ৮ জনকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার গভীর রাত্রে কাঁকসার বিভিন্ন প্রান্তে পুলিশের টহলদারি করার সময় বেশ কিছু এলাকায় কয়েকজন করে যুবক জড়ো হয়েছিল। কাঁকসা থানার পুলিশ রাত্রে এলাকায় টহল দেওয়ার সময় বিভিন্ন জায়গায় যুবকদের জড়ো হয়ে থাকতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করায় তাদের কথায় অসঙ্গতি দেখে তাদের গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকরা পুলিশের জেরায় স্বীকার করেছে তারা বিভিন্ন এলাকায় নানা অপরাধমূলক কাজ করবার জন্য জড়ো হয়েছিল।ধৃতদের শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।