তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- দেশে ক্রমশই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। পেট্রোল ডিজেলের দাম বারার ফলে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন বেড়ে চলেছে। তার সাথে করোনার জন্য বহু মানুষ আর্থিক অনটনে পড়েছেন।
তবে তবে এসব থেকে কিছুটা হলেও রেহাই পাওয়ার রাস্তা দেখিয়েছেন কাঁকসার শের পুরের বাসিন্দা দেবাশীষ জানা। রীতিমতো বাড়ির ছাদে তৈরি করে ফেলেছেন আস্ত একটা সবজি বাগান।বাজারে গিয়ে যে সবজি নিত্যদিন প্রয়োজন হয়।সেই সবজি চাষ করে সংসারে খরচ বাঁচানোর রাস্তা দেখিয়েছেন তিনি।
তিনি জানিয়েছেন কারোর বাড়িতে জায়গা না থাকলেও বাড়ির ছাদ ব্যবহার করে অনায়াসেই সবজি চাষ করা যেতে পারে।এর ফলে একদিকে যেমন সংসার খরচে সাশ্রয় হবে।তার সাথে গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। কারণ গ্রীষ্ম কালে যে পরিমানে পাকা বাড়ি গরম হয়ে যায়।
বাড়ির ছাদে সবজি বাগান তৈরি করলে পাকা বাড়িও ঠান্ডা থাকে। বাড়ির ছাদেই তিনি ফলিয়েছেন বেগুন,লঙ্কা,টমেটো, করোলা,লাউ,কুমড়ো,শসা,প্রভৃতি।দেবাশীষ বাবুর ছাদে তৈরি সবজি বাগান দেখে অনেকেই তার বাড়িতে ভিড় জমাচ্ছেন তার বাড়ির ছাদে।