কয়েকদিনের বিরতির পর ফের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠলো বর্ধমানের কাঞ্চন নগর রথতলা। রবিবার রাত্রে এলাকার বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে হামলা করা হয়। ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ বিজেপির। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা হামলা চালায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ।
বিজেপির বর্ধমানের কনভেনার কল্লোল নন্দন বলেন, বিধায়ক ঘনিষ্ঠ লোকেরাই এই কাজ করেছে । এলাকায় চারজন বিজেপি কর্মীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। লুটপাট করা হয়েছে। কর্মীরা আতঙ্কিত হয়ে এলাকা ছাড়া হয়ে গিয়েছেন। প্রশাসনকে বলার পরেও ব্যবস্থা নিতে দেরি করেছে । একদিকে হাইকোর্টের নির্দেশে বিজেপি কর্মীদের ঘরে ফেরার কথা বলা হচ্ছে। অন্যদিকে, আবার সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
তবে বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস। তিনি বলেন,দলীয় সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের পরিস্কার নির্দেশ আছে কোন ভাবেই বিরোধীদের বাড়িতে হামলা করা যাবে না। বিজেপি মিথ্যা অভিযোগ করছে।যদিও কেউ হামলা বা আক্রমণ করে থাকে। তার সঙ্গে দলের কোন সম্পর্ক নেই। দল এসব বরদাস্ত করে না।থানায় অভিযোগ করুক।প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।