সুপার স্প্রেডার গ্রুপগুলির টিকাকরণের কাজ গত প্রায় এক পক্ষকালের বেশি ধরেই চলছে বর্ধমানে।এর আগে হকার ,পরিবহন কর্মী ও সব স্তরের সাংবাদিকদের কোভিড টিকাদান হয়েছে। এখন বিভিন্ন এলাকায় ৪৫ উর্ধদের টিকাকরণ নতুন করে শুরু হয়েছে।আজ বর্ধমানে স্বাস্থ্যদপ্তর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যাবস্থাপনায় যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের ব্যাক্তিদের কোভিড ভ্যাক্সিন দেওয়া হয়। আজ ১০০ জনকে প্রথম ডোজ ভ্যাক্সিন দেওয়া হল। বাকিদের দেওয়া চলবে। এই কর্মসূচীতে জেলা স্বাস্থ্যদপ্তর,জেলা সমাজকল্যাণ দপ্তর ও স্পিড এন জি ও র কর্মীরা যুক্ত ছিলেন।
আধিকারিক ও জেলা প্রোগ্রাম ম্যানেজার অখিলেশ ঘোষ জানান, এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে সরকারিভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।স্পিডের তরফে তাপস মাকর জানান, তারা সমাজের পিছিয়ে থাকা মানুষদের নিয়েই কাজ করেন।ইতিমধ্যেই কোচবিহারে এই কাজ করা হয়েছে। আজ থেকে পূর্ব বর্ধমান জেলাতেও একাজ শুরু হল। এই ভাবনার জন্য তিনি সাধুবাদ জানান প্রশাসনকে।