তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-কাঁকসার বনকাটি এলাকার মোবাইলের টাওয়ারের চুরির ঘটনায় গ্রেফতার হওয়া ৩জনকে মঙ্গলবার ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলো।
প্রসঙ্গত:গত মাসের ২৮তারিখে কাঁকসার বনকাটি এলাকায় BSNL এর মোবাইলের টাওয়ারের অফিস থেকে যন্ত্রাংশ ও ব্যাটারি চুরির ঘটনায় দুই মহিলাকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। কাঁকসা থানার পুলিশের হাতে ওই দুই মহিলাকে তুলে দেওয়া হলে ওই দুই মহিলাকে জেরা করে আরও দুজন মহিলা কে কাঁকসা থানার পুলিশ গ্রেপ্তার করে গত ১ তারিখে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়।
কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে ওই ঘটনার সাথে যুক্ত আরো সাতজনকে গ্রেপ্তার করে গত ৩ তারিখে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়।দুর্গাপুর মহকুমা আদালতে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ রিমান্ডের পর মঙ্গলবার ব্যাটারি চুরির সাথে যুক্ত ৩জনকে ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমানে চুরি যাওয়া ব্যাটারি। মঙ্গলবার শেখ জাহাঙ্গীর,রমা দাস,আদল দাস কে মহকুমা আদালতে পেশ করা হয়। ৩জনই বীরভূম জেলার বাসিন্দা বলে জানা গেছে।