তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত চার তারিখে কাঁকসার বনকাটি এলাকা থেকে বেআইনি বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করে কাঁকসা থানার পুলিশ। বেআইনিভাবে বালি বোঝাই করে ট্রাক্টরে করে পাচারের অভিযোগে বনকাটির বাসিন্দা অক্ষয় বাগদী নামে ট্রাক্টর এর চালককে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। গত ৪ তারিখে ট্রাক্টর চালককে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। মঙ্গলবার পুলিশি হেফাজতের পর ফের ওই ট্রাক্টর চালককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। জানা গেছে অক্ষয় বাগদী বেআইনিভাবে একটি ট্রাক্টরে করে বনকাটি এলাকা থেকে বলি নিয়ে অন্যত্র পাচার করতে গিয়ে কাঁকসা থানার পুলিশের নজরে আসলে কাঁকসা থানার পুলিশ ট্রাক্টরটিকে দাঁড় করিয়ে নথি পত্র যাচাই করলে।প্রয়োজনীয় নথি পত্র না থাকায় ট্রাক্টর সহ চালক কে আটক করে।