প্রতিনিধি,কাঁকসা:- প্রবল বৃষ্টিপাতের ফলে কাঁকসার শিবপুরে অজয় নদের উপর অস্থায়ী ব্রিজ জলের তোড়ে ভেসে গেল।পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের সংযোগকারী এই ব্রিজ টি ভেঙে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়েন সাধারণ মানুষ।বহু পণ্যবাহী গাড়ি যাতায়াত করে এই অস্থায়ী ব্রিজ দিয়ে, চলে বাস , লরি , এবং অন্যান্য যানবাহন।ব্রিজ ভেঙে যাওয়ায় যাতায়াত বন্ধ, যার ফলে বহু পরিবারের জীবন জীবিকার উপরে প্রভাব পড়বে।ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল বাড়ে অজয় নদে। শনিবার বিকাল থেকে জল বাড়তে থাকে অজয় নদে।রবিবার রাত্রিতে ভেসে যায় অস্থায়ী ব্রিজ।
West Bengal: A temporary bridge in Kanksa, Shibpur of Bardhaman district washed away due to incessant rainfall in the region. Traffic movement disrupted between Paschim Bardhaman and Birbhum districts. pic.twitter.com/roYfTVFkbY
— ANI (@ANI) June 14, 2021
সোমবার সকাল থেকেই ব্যাপক সমস্যার মধ্যে পড়ে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার ব্যবসায়ী, নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। দুই জেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা এবং বীরভূমের ইলামবাজার থানার পুলিশের কড়া নজরদারি রেখেছেন নদীর পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এলাকাবাসীরা এবং নিত্যযাত্রীদের দাবি অবিলম্বে ফেরি পরিষেবা চালু করতে হবে, তা না হলে তাদের ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হবে। প্রশাসনিক সূত্রে খবর জলের স্রোত কিছুটা কমলেই অস্থায়ী ব্রিজ মেরামতির কাজ হবে বা ফেরি পরিষেবা শুরু হবে।