পূর্ব বর্ধমানের গলসির চাষীরা রাইসমিলের দূষন রুখতে রাইস মিলগুলির গেটে গিয়ে বিক্ষোভ দেখালেন শনিবার । এদিন এলাকার পারাজ, পুরসা ও কোলকোলের চাষিরা ট্রাক্টর নিয়ে এলাকার মিলের গেটে গেটে মিছিল করে হাজির হন। মাইকিং করে পচা জল ও ছাই বন্ধ করা নিয়ে সতর্ক করেন।
পাশাপাশি বেশ কয়েকটি মিলের বাইরে বিক্ষোভও দেখান চাষিরা। মিলের তরফ থেকে ওই বিষয়ে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয় চাষিদের পক্ষ থেকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ।
চাষিদের মূল দাবী অবিলম্বে মিলের পচা জল ও ছাই নিয়ন্ত্রণ করতে হবে ও ফোরেদের থেকে ধান কেনা বন্ধ করতে হবে। তা না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলন সামিল হবেন বলে হুশিয়ারি দেওয়া হয়। তারা বলেন,মিলের পচা জল ও ছাইয়ে এলাকার কৃষি জমির ব্যপক ক্ষতি হচ্ছে।
ফলে কৃষি জমিতে দিনের পর দিন ধানের ফলন কমে যাচ্ছে। তাছাড়া ভূগর্ভ থেকে গ্যালন গ্যালন জল তোলায় এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে।জলস্তর হু হু করে নেমে যাচ্ছে।পাশাপাশি মিল থেকে নির্গত পচা দূর্গন্ধ জল ও ছাইয়ের গুড়োতে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। যার জেরে ফলনে মার খেয়ে সর্বশান্ত হচ্ছেন তারা। বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোন সুরাহা মেলেনি বলে দাবী চাষিদের।