দুর্ঘটনার ফলে কারো জীবনহানি ঘটলে এখন দ্রুত তৎপর হচ্ছে প্রশাসন। বিপন্ন পরিবারের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হচ্ছে। এইকাজ হচ্ছে খুবই দ্রুত। গতকাল বজ্রপাতে মৃত চারজনের পরিবারের হাতে দু'লক্ষ টাকা করে তুলে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।
রবিবার জেলাশাসকের সভাকক্ষে দু'লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়।উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জামালপুরের বিধায়ক অলোক মাঝি,জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খাঁন ।
গতকাল পূর্ব বর্ধমানের জামালপুরে প্রবল বজ্রপাতে মৃত্যু হয় চারজনের ।জখম হন একজন ।মৃতেরা হলেন রঞ্জিত গোয়ালা (৪০),অরূপ বাগ (৪০),শম্ভুচরণ দাস (৫২) ও অধীর মালিক (৪৯)। জখম হন মনু আইরি । জামালপুর থানার গুড়েঘর গ্রামে রঞ্জিতের এবং অরূপের বাড়ি কাঁশরা গ্রামে । মৃত শম্ভুচরণের বাড়ি জ্যোৎশ্রীরাম গ্রামে এবং অধীরের বাড়ি মুহিন্দর গ্রামে । বজ্রপাতে জখম মনু আইরি সম্পর্কে রঞ্জিত গোয়ালার শ্যালক তাঁর বাড়ি কালনা মহকুমার তিলডাঙ্গা গ্রামে।
