দিব্যেন্দু গোস্বামী, বীরভূম:- গোপন সূত্রে খবর পেয়ে ১৪ টি মোটর সাইকেল উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হল তিনজন দুষ্কৃতীকে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দুবরাজপুর থানা এলাকায় মোটর সাইকেল চুরির ঘটনা ঘটছিল। তাই দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঐ থানা এলাকার পাকুড়িয়া গ্রামের দুই দুষ্কৃতী সেখ সাইন ও আবুল সেখকে গ্রেপ্তার করে। তারপর তাঁদের জিজ্ঞাসাবাদ করে খয়রাশোল থানার চাপলা গ্রামের অভিজিত রায়কে গ্রেপ্তার করা হয়। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করার পর ১৪ টি মোটর সাইকেল উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ।
এদিন জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, গতকাল এই তিনজন দুষ্কৃতীকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গ্রেপ্তার করে। আজ সকাল পর্যন্ত ১৪ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এদের সাথে আরো কেউ যুক্ত আছে কিনা আমরা তদন্ত করে দেখছি। তিনি আরও জানান, এদের একটি বড় গ্যাং রয়েছে। তাছাড়াও আমরা গাড়ীগুলো চিহ্নিত করে প্রতিটি থানা মারফত প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হবে।
