পঞ্চায়েতের দপ্তরে তালা লাগিয়ে দিলো গ্রামবাসীরা।ঘটনাটি ঘটেছে মেমারির নিমো ২ নং গ্রাম পঞ্চায়েতে। কেন্না মাঝরাণ গ্রামের বাসিন্দারা নিকাশী নালার কাজ বন্ধ হয়ে যাবার কারণে পঞ্চায়েতে আসেন। গত কদিনের বৃষ্টির জল এলাকায় ঢুকে গেছে। বসত বাড়িতেও জল চলে আসছে।গ্রামবাসীদের অভিযোগ ; কোন কারণ ছাড়াই হঠাৎ কাজ বন্ধ হয়ে গেছে। পঞ্চায়েতে এসে দীর্ঘক্ষণ কাউকে না পাওয়ায় সবাই ক্ষুব্ধ হয়ে ওঠেন।উপপ্রধান জাহির হোসেন জানান তারা যথাযথ ব্যবস্থা নেবেন। তবে যারা তালা লাগিয়েছেন তার ঠিক কাজ করেন নি। মানুষ ক্ষোভের বশে ওই কাজ করেছেন।