তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসায় শুরু হলো ১৮ থেকে ৪৪ বছর পর্যন্ত সাধারণ মানুষদের ভ্যাকসিন দেওয়ার কাজ।শনিবার সকাল থেকে কাঁকসার বিরুডিহা, কাঁকসার বসুধা, কাঁকসার গোপালপুর, কাঁকসার দোমড়া,এবং কাঁকসা গ্রাম পঞ্চায়েতের অধীনে দুটি জায়গায় ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে।
কাঁকসা ব্লকের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিপ্লব মণ্ডল জানিয়েছেন ১৮ থেকে ৪৪ বছর পর্যন্ত সাধারণ মানুষদের কো ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি ক্যাম্পে প্রায় ২০০ জন করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ধীরে ধীরে যেমন ভাবে ভ্যাকসিন সাপ্লাই আসবে সেই ভাবে সমস্ত মানুষদের ভ্যাকসিন দেওয়া হবে।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য লালটু চ্যাটার্জী জানিয়েছেন কাঁকসা ব্লক প্রশাসনের উদ্যোগে এলাকার সাধারণ মানুষদের করোনার প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে ১৮ থেকে ৪৪ বছর বয়স পর্যন্ত সকলকে দেওয়া হচ্ছে।শনিবার ২০০জনকে ভ্যাকসিন দেওয়া হয় আগামী দিনে পুনরায় ক্যাম্প করে সাধারণ মানুষদের ভ্যাকসিন দেওয়া হবে।