ফের লকডাউনের মেয়াদ বেড়েছে। ১৫ জুন পর্যন্ত রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে। লকডাউন চললেও অনেকেই রাস্তায় কোন কারণ ছাড়াই বেড়িয়ে পড়ছে।শনিবার পুলিশ কড়া হাতে পথে নামলো।
এদিন শহরের বীরহাটা,কার্জনগেট,পার্কাস রোড সহ রাস্তার বিভিন্ন মোড়ে চলে নাকা চেকিং। গতকাল রাত থেকেই শুরু হয়েছে পুলিশের জোরদার চেকিং ।অকারণে যারা বাইরে বেরিয়েছে কোনো কারণ ছাড়া তাদের আটক করে বর্ধমান থানার পুলিশ ।
এদিন নাকাচেকিংয়ে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় ,ডি এস পি হেডকোয়ার্টার সৌভিক পাত্র,বর্ধমান থানার আই সি পিন্টু সাহা।