তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-কাঁকসার বনকাটিতে বিএসএনএলের দপ্তরে চুরি করতে এসে দুই মহিলা হাতে নাতে ধরা পড়ল,ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কাঁকসার বনকাটি এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ।
গত দুদিন আগেই বনকাটির বিএসনএল দপ্তরে চুরি যায় বহু দুর্মুল্য সামগ্রী । স্বভাবতই পরিষেবা বন্ধ হয়ে যায় । আজ সংস্থার কর্মীরা সরঞ্জাম নিয়ে পরিষেবা স্বাভাবিক করতে এলে দেখে আরও কিছু সামগ্রী হাপিশ।
কার্যালয় ঘেঁটে দেখার সময় একটি ঘরে দুই মহিলাকে দেখতে পায় কর্মীরা । সঙ্গে সঙ্গে তারা ওই ঘরটিকে বাইরে থেকে বন্ধ করে দেয় । খবর দেওয়া হয় কাঁকসা থানায় । ইতিমধ্যেই গ্রামিবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ।
ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোষের মুখ থেকে উদ্ধার করে দুই মহিলাকে। জানা গেছে দুই মহিলা দুর্গাপুরের,তারাই বিএসএনএল দপ্তরে চুরিতে জড়িত।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।