নীলেশ দাস, আসানসোল:-তান্ত্রিক হয়ে রাণীগঞ্জের ৩৬ নং ওয়ার্ডের শালডাঙ্গার বরাডাই বিকাশনগরে রবীন গড়াই ভালো নামডাক করেছে, দূরদূরান্ত থেকে অনেক ভক্ত তার কাছে আসে নানা অসুবিধা দূর করার জন্য। আশেপাশের মানুষদের মধ্যে ভক্তি ও বিশ্বাস তৈরী করে নিয়েছিলেন রবীন গড়াই।
বিশ্বাসের উপর ভরসা করে আশেপাশের বাড়ীর মেয়ে, মহিলাদের পূজো দেবার জন্য তার বাড়ীতে আনাগোনা লেগে থাকে। ভালোই আয় হচ্ছিল কিন্তু সে বিশ্বাসকে ভেঙ্গে জঘন্যতম কাজ করে বাড়ী ছেড়ে পালাতে বাধ্য হলো তান্ত্রিক রবীন গড়াই।
ছবি:- অভিযুক্ত তান্ত্রিক
প্রতিবেশীদের বক্তব্য তারা রবীন ঠাকুরকে শ্রদ্ধা করেন, গত মঙ্গলবার সন্ধ্যায় এলাকার চার বছরের মেয়েকে টিভি দেখা ও বিস্কুট খাওবার লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। মেয়ের পরিবার তাকে বিশ্বাস করে বলে কোন নিষেধ করে নি, কিন্তু ঘন্টাখানেক পর মেয়ে অসুস্থ হয়ে বাড়ী ফেরার পর মেয়ের মা জিজ্ঞেস করাতে মেয়ে সব জানায় এবং রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
বৃহস্পতিবার রাণীগঞ্জ থানায় তান্ত্রিক রবীন গড়াইয়ের বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ করে মেয়ের বাবা।। অভিযোগ পাবার পর পুলিশ পসকো আইনে মেয়েটাকে ডাক্তারি পরীক্ষা করে আদালতে পাঠায় এবং পলাতক তান্ত্রিক রবীন গড়াইয়ের খোঁজ চালাচ্ছে পুলিশ।