তনুশ্রী চৌধুরী,পানাগড়:- রবিবার নির্বাচনের গণনা শুরু হতেই রাজ্যে ফের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে এই দাবি নিয়ে পানাগড় বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিজয় উল্লাসে মেতে উঠলেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। এদিন তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে একে অপরকে সবুজ আবির মাখিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃনমূলের কর্মী-সমর্থকরা।
তৃণমূল কর্মীরা বলেন রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন এবং রাজ্যের ফের মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। এখন শুধু বাংলা থেকে বহিরাগতদের বার করা হলো।এবার মমতার নেতৃত্বে দিল্লি থেকে বহিরাগতদের বার করা হবে।
তৃণমূল কর্মীরা বলেন রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন এবং রাজ্যের ফের মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। এখন শুধু বাংলা থেকে বহিরাগতদের বার করা হলো।এবার মমতার নেতৃত্বে দিল্লি থেকে বহিরাগতদের বার করা হবে।