তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- নির্বাচনের ফল ঘোষণা শুরু হতেই কাঁকসার বিভিন্ন প্রান্তে উত্তেজনা সৃষ্টি হয়। রবিবার সকাল থেকেই একদিকে যখন রাজ্য জুড়ে চলছে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের গণনা। সেই সময় কাঁকসা হাট তলায় উত্তেজনার সৃষ্টি হয়। উৎসাহিত তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের বাড়ির সামনে এসে উল্লাসে মেতে উঠল, দুই পক্ষের ভেতরে বচসা শুরু হয়। খবর পেয়ে কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। কাঁকসা হাট তলায় মোতায়েন করেছে পুলিশ।