সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্র কে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তারপর তদন্তে নেমে পূর্ব বর্ধমানের গলসি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সৌমেন ঘোষাল।
লাভলির দাবি, ওই ব্যক্তি বিজেপির সমর্থক। তিনি বলেন, শুক্রবার সকাল থেকে তাঁর মোবাইলে একটি অচেনা নম্বর থেকে বার বার ফোন করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। পরে ওই নম্বরটি ব্লক করে দেন লাভলি। এরপর হোয়াটসঅ্যাপে একের পর এক অশ্লীল মেসেজ আসতে থাকে। হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট দিয়ে থানায় অভিযোগ করেন লাভলি।
তদন্ত শুরু করে পুলিশ। এরপর ওই নম্বর ট্র্যাক করে অভিযুক্তকে গলসি থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃত সৌমেন ঘোষাল গলসির বাসিন্দা। যদিও এ নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধৃতের বিরুদ্ধে তথ্যাপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।