তনুশ্রী চৌধুরী,পানাগড় :- এই জয় শুধু একার নয় দলের কর্মীদের সবার জয়। শুধু একা খুশি হওয়ার কিছু নেই দলের কর্মীদের খুশিতেই তিনিও খুশি। পানাগড়ে বললেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। রাজ্যের আইন মন্ত্রী হবার পর কোলকাতা থেকে আসানসোল ফেরার পথে পানাগড় বাইপাশে শের পুরের কাছে দলীয় কর্মীদের সাথে সাক্ষাৎ করেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক।
এদিন তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দলের কর্মী সমর্থকরা। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তৃণমূল নেতা পল্লব বন্দোপাধ্যায়, প্রাক্তন জেলা পরিষদের সহ সভাধিপতি বৈশাখী ব্যানার্জি, ত্রিলোকচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিনা বেগম সহ অন্যান্যরা।
এদিন দলের কর্মী দের সাথে সাক্ষাৎ করে সকল কর্মীদের খোঁজ নেন ও দলের সংগঠনের বিষয়ে খোঁজ নেন মলয় ঘটক। তিনি বলেন এই জয় শুধু একার নয় দলের কর্মীদের সবার জয়। শুধু একা খুশি হওয়ার কিছু নেই দলের কর্মীদের খুশিতেই তিনিও খুশি। কর্মীদের উৎসাহ বাড়িয়ে এদিন তিনি ফের আসানসোলের উদ্যেশ্যে রওনা দেন।
তৃণমূল নেতা পল্লব বন্দোপাধ্যায় বলেন, মলয় ঘটককে শুধু কর্মীরাই নয় জেলার সমস্ত মানুষ তাকে ভালোবাসে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রী সভায় মলয় ঘটক কে ফের মন্ত্রী করেছেন তাই সমগ্র জেলার মানুষ খুশি। পাশাপাশি, মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলায় পা রাখার সময় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।