তনুশ্রী চৌধুরী,কাঁকসা :- কাঁকসার বিভিন্ন এলাকায় সরকারি জায়গার উপরেই পরে রয়েছে বাড়ি নির্মাণ সামগ্রী। কাঁকসার বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমনই ছবি।এলাকাবাসীর অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ী সরকারি জমি ব্যবহার করে সেই জমি নিজেদের অধীনে করার চেষ্টা চালাচ্ছে।
বিষয়টি নিয়ে সরব হয়েছেন কাঁকসার ডাকবাংলো এলাকার বাসিন্দারা।কাঁকসা থানার আইসি সহ কাঁকসার বিডিও,বিএল আর ও কে এলাকার বাসিন্দারা একটি স্বারকলিপি জমা দিয়েছেন।
কাঁকসা বিডিও অফিসের সামনেই ঢিল ছোঁড়া দূরত্বের পরে রয়েছে সরকারি জমিতে ইঁট, বালি,পাথর। কে বা কারা সরকারি জায়গায় বাড়ি নির্মাণ সামগ্রী ফেলে রেখেছে তা কারোর জানা নেই।