নীলেশ দাস ,আসানসোল:- একেই তো করোনা, তার উপরে এবার মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক। মানুষ এবার দিশেহারা।এমনি এক ঘটনা ঘটলো চিত্তরঞ্জনের এক মহিলা রুগীর।বৃহস্পতিবার ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে ভর্তি হয় আসানসোল জেলা হাসপাতালে।চিকিৎসকরা দেখার পর সন্দেহ হয়।চিকিৎসকের পরামর্শে বাঁকুড়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
এদিন আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস জানান,বছর চল্লিশের মহিলা রুগী চিত্তরঞ্জন এর কেজি হাসপাতালে চিকিৎসা করিয়ে ছিলো।রিপোর্ট দেখে যা বুঝতে পারলাম তার পোস্ট কোভিড হয়েছিল,সঙ্গে ডায়বেটিস আছে। এবং চোখ কালো দেখে আমাদের হাসপাতালে এসেছিল।চিকিৎসকরা দেখে তাকে,সন্দেহ হয় ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে।জার ফলে এই রুগীকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।বিষয়টা মুখ্য সাস্থ্য আধিকারিক কেও জানিয়েছি।তবে এর আগে আমরা কখনো পাইনি এইরকম রুগী, ভালো আছে,কোনো অসুবিধা নেই কিন্তু চোখটা একটু কালো রয়েছে বলে জানান।