অক্সিজেনের কালোবাজারির চেষ্টা ভেস্তে দিল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। আজ অভিযান চালিয়ে উদ্ধার করল ১১ টি সিলিন্ডার। সেগুলি স্বাস্থ্যদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।
কোভিড সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে অক্সিজেনের চরম আকাল দেখা দিয়েছে। চড়াদামে অক্সিজেন কিনতে হয়েছে বিপন্ন মানুষকে। এর পরিপ্রেক্ষিতে কড়া হয় প্রশাসন।
আজ মেমারি থানার পুলিশ পাহাড়হাটি এলাকার একটি গ্যাস গোডাউনে অভিযান চালায়। গোপনসূত্রে খবর পেয়েই এই অভিযান। সেখান থেকে ১০ টি সিলিন্ডার উদ্ধার করা হয়। গ্যাস গোডাউনের মালিক দীপঙ্কর দত্তকে আটক করা হয়েছে।
মেমারি থেকে উদ্ধার হয় আরো একটি সিলিন্ডার । সেগুলি চড়াদামে বিক্রির জন্যই মজুত করা হয়েছিল বলে জানা গেছে। উদ্ধার হওয়া সিলিন্ডারগুলি স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।