রবিবার সকাল থেকে লকডাউন সফল করতে রাস্তায় নেমে ধরপাকড় শুরু করলেন খন্ডঘোষ থানার পুলিশ। খন্ডঘোষ থানার ওসি প্রসেনজিৎ দত্তর নেতৃত্বে খণ্ডঘোষ ব্লকের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে ধরপাকড় করা হয়।
যে সমস্ত মানুষ লকডাউন ভেঙ্গে বাড়ির বাইরে বের হচ্ছেন তাদেরকে তিনি রাস্তার মাঝে আটকে বৈধ কারণ দেখতে চাইছেন। যে সকল ব্যক্তি জরুরি পরিষেবার জন্য বাড়ি থেকে বের হয়েছেন তাদের ছেড়ে দেয়া হচ্ছে, আর যারা বৈধ কারণ দেখাতে পারছেন না বা অহেতুক লকডাউন ভেঙে বাড়ির বাইরে বেরিয়ে অকারণে জমায়েত করছে তাদের আটক করা হচ্ছে।
এদিন তিনি বেশকিছু বাইক সহ চারচাকা গাড়ি আটক করেন যাদের কাছে কোন বৈধ কারণ ছিল না। তবে অন্যান্য দিনের তুলনায় রাস্তাঘাট ছিল কার্যত ফাঁকা। সবমিলিয়ে লকডাউনে পালনে ভাল সাড়া মিলেছে খণ্ডঘোষ ব্লক জুড়ে। খণ্ডঘোষ থানার ও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ জন।