তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার ত্রিলোকচন্দ্র পুর হাটে মঙ্গলবার সকালে পঞ্চায়েত সদস্যরা ও পুলিশ কর্মীরা ত্রিলোকচন্দ্র পুর হাটে পৌঁছে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব বজায় রেখে বসায়। ত্রিলোকচন্দ্র পুর হাটে মাইকিং করে ক্রেতাদের সচেতন করা হয়। মাস্ক পরের দূরত্ব বজায় রেখে ক্রেতাদের সবজি কেনার কথা বলা হয় প্রশাসনের পক্ষ থেকে।প্রশাসনের উদ্যোগে খুশি এলাকার মানুষ।
পাশাপাশি,কাঁকসার বিভিন্ন প্রান্তে ব্যবসায়ীদের সরকারের নির্ধারিত সময়ে দোকান খোলা ও বন্ধ করার জন্য মাইকে প্রচার শুরু করলো কাঁকসা থানার পুলিশ।রাজ্যের পাশাপাশি কাঁকসা অঞ্চলে বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে অনেকের।তাই করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে রাজ্য সরকার আংশিক লকডাউনের সিদ্ধান্ত নেয়।সেই মত সাধারণ মানুষকে সচেতন করতে ব্যবসায়ীদের সরকারি নির্দেশ মানার জন্য অবগত করতে কাঁকসার বিভিন্ন এলাকায় মাইকে প্রচার করলো কাঁকসা থানার পুলিশ।
কাঁকসার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সচেতন করতে ও ব্যবসায়ীদের সরকারি নির্দেশ মানার জন্য মাইকে প্রচার করল কাঁকসা থানার পুলিশ
May 11, 2021
0
Tags