নীলেশ দাস, আসানসোল:- ইসিএলের শ্রীপুর এরিয়ার ভানোড়া ওয়েস্ট ব্লক খোলামুখ খনির স্টক কয়লার মধ্যে আগুন লেগে যায়। মঙ্গলবার রাত থেকেই চেষ্টা করে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বুধবার পর্যন্ত কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে এই খবর পেয়ে সংবাদ মাধ্যম ছবি তুলতে গেলে ইসিএলের নিরাপত্তা কর্মী গৌরব সিং বাধা দেওয়ার পাশাপাশি হুমকি দিয়ে বলেন, ছবি তুললে ক্যামেরা কেড়ে নেব। যদিও এই বিষয়ে বলতে চাননি কেউ। এরপর ভানোড়া কয়লা খনির এজেন্ট অনিল সিনহার সাথে কথা বললে তিনি বলেন, কিছুদিন ধরেই করোনার জন্য কয়লার বিক্রি কমে গেছে।এবং আমাদের খুব বেশি কয়লা স্টক হয়ে গেছে যার ফলে এই ঘটনা হয়েছে।ইতিমধ্যে গত কাল অর্থাৎ মঙ্গলবার থেকেই আমরা জল দিয়ে নেভাবার চেষ্টা করে চলেছি আজ আগুন নিয়ন্ত্রণে এসে গেছে বলে মনে করছেন তিনি।
এরই মধ্যে ভারত বর্ষ করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার। প্রতিদিনই হাসপাতাল থেকে শুরু করে শ্মশানে বাড়ছে ভিড়। বেশিরভাগ রাজ্যে করা হয়েছে লকডাউন যদিও আমাদের পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন চলছে।বেশিরভাগ মানুষ কর্মহীন হয়ে পরেছে। বাজার রাস্তাঘাট প্রায় ফাঁকা। দৈনন্দিন জিনিসপত্র বিক্রি কমে গেছে। তার সাথে কয়লাও বাদ নেই। যদিও কয়লার বেচাকেনা নেই বলেই জানান ভানোড়া কয়লা খনির এজেন্টরা।