সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতিতে প্রস্তুতি খতিয়ে দেখতে সভা করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বিডিএ মিটিং হলে বৈঠকটি হয়।বৈঠকে মন্ত্রী স্বপন দেবনাথ ; সভাধিপতি শম্পা ধারা; জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা ; ও বিভিন্ন এলাকার বিধায়করা উপস্থিত ছিলেন।ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তর সহ সব দপ্তরের আধিকারিকরা।
বৈঠক শেষে মন্ত্রী স্বপন দেবনাথ জানান ; আজকের সভায় সবরকম প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে।আগামীকাল ব্লকগুলিতে একইভাবে প্রস্তুতি খতিয়ে দেখা হবে। জেলাশাসক বলেন ; একইসাথে কোভিড সংক্রমণের পরিস্থিতি ও ঘূর্নিঝড়ের উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করতে হবে।প্রশাসন তৈরি হচ্ছে।ফ্লাড সেন্টারগুলিকে স্যানিটাইজ করে তৈরি রাখা হবে। হাসপাতাল গুলিকে তৈরি থাকতে বলা হয়েছে। যদি কাউকে ভর্তি করতে হয় আলাদা ওয়ার্ডে ভর্তি করা হবে। কোভিডের চিকিৎসা আলাদাভাবে চলবে। আর যারা ফিল্ডে থাকবেন সবার মাস্ক স্যানিটাইজার আর প্রয়োজনে পি পি ই কিট থাকবে। এক্ষেত্রে সমঝোতা করা হবে না।
জানা গেছে ; ইয়াস ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর সম্ভাব্য পরিস্থিতিতে গাছপালা পড়ে গেলে যান্ত্রিকভাবে বা মানুষ দিয়ে পরিস্কার করা হবে।আর সিদ্ধান্ত হয়েছে একটি সতর্কবার্তা ঘোষণা করা হবে। কেউ বিপর্যয়ের মধ্যে পড়লে তাকে উদ্ধার করা হবে। কাঁচা বাড়িঘর ভেঙে পড়লে তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।কৃষি দপ্তর ; বিদ্যুৎ বিভাগ; দমকল; বন দপ্তর ও সেচ দপ্তর নিজেদের মত ব্যবস্থা তৈরি রাখবে।