অল্পের উপর দিয়ে হলেও ঘূর্ণিঝড় ইয়াস কিছু ক্ষতি করেছে পূর্ব বর্ধমান জেলাতেও আজ জেলা প্রশাসন এই নিয়ে বৈঠক করল।এ মরশুমে বোরোধান সরকারি তরফে সংগ্রহ ও ইয়াস ঘূর্ণিঝড়ের ফলে ক্ষয়ক্ষতি নিয়ে জেলা পর্যায়ে বৈঠক হল পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরে। এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ; জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ; সভাধিপতি শম্পা ধারা ; সহ সভাধিপতি দেবু টুডু সহ বিভিন্ন এলাকার বিধায়করা।
বৈঠক শেষে মন্ত্রী স্বপন দেবনাথ জানান; সরকারি মূল্যে ধান কেনার কাজ শুরু হবে।তিনি জানান যারা ইতিমধ্যে যারা নথিভুক্ত করেছেন তাদের ধান নেওয়া হবে। এরমধ্যেই রাইসমিল গুলিকে জানান হয়েছে। এছাড়াও মন্ত্রী জানান, ঘূর্ণিঝড় ইয়াসের ফলে জেলার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে। তালিকা তৈরি হচ্ছে।এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্পের কোনো ক্ষতি হয়েছে কী না তা দেখা হচ্ছে। তিনি জানান গবাদি পশু বা পাখি মারা গেলে তারা ক্ষতিপূরণ পাবেন। যাদের বাড়ি আংশিক বা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও নির্দিষ্ট পরিমাণে টাকা পাবেন।
অন্যদিকে রাইসমিল মালিকদের সংগঠনের পক্ষে আব্দুল মালেক জানান; ধান সংগ্রহ শুরু হবে। তারা সরকারি নির্দেশ মেনেই কাজ করবেন। কোথাও কোথাও রাইসমিলে গিয়ে কিছু লোক ধান কেনার দাবিতে হুজ্জতি করছে। তা নিয়েও আলোচনা হয়েছে।
মন্ত্রী এদিন আরো জানান; কোন ক্ষেত্রে কী ক্ষতিপূরণ পাওয়া যাবে তা সরকারি ভাবে নির্দিষ্ট করা হয়েছে। প্রতি ব্লকে নির্দ্দিষ্ট কমিটি করা হয়েছে। যারা আবেদন করবেন সেগুলি খতিয়ে দেখা হবে।উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।