সোমনাথ মুখার্জি,অন্ডাল :- গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ অন্ডালের নর্থ বাজার এলাকা থেকে এক গাঁজা বিক্রেতাকে আটক করে গতকাল রাতে । ধৃত ব্যক্তি অনেক দিন ধরে গাঁজা বিক্রয়ের সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রের খবর । স্থানীয় সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির একটি জল বিক্রয়ের দোকান আছে।
এই জল বিক্রির আড়ালে চালাত গাঁজার ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ হানা দেয় তাঁর দোকানে । দোকান থেকে উদ্ধার হয় ১৬ কেজির বেশি গাঁজা ও ওজনের বিভিন্ন সরঞ্জাম ।ধৃত ব্যক্তির নাম জয়প্রকাশ সাউ । গাঁজা ও ওজনের বিভিন্ন সরঞ্জামসহ ধৃত ব্যক্তিকে আজ আসানসোল আদালতে নারকোটিক্স বিভাগে তোলা হয় ।
স্থানীয়দের একাংশের মতে ওই ব্যক্তি গোপনে গাঁজার ব্যবসা করার কারণে এলাকায় অসামাজিক কাজকর্ম বাড়ছিল । বাড়ছিল যুবসমাজের গাঁজার প্রতি আসক্তি । অন্ডাল থানার পুলিসের এহেন কাজকে সাধুবাদ জানান স্থানীয়দের একাংশ ।