প্রতিনিধি,অন্ডাল:- লকডাউনে বালির গাড়ি ধরল অন্ডাল থানা। ১৫ টি ট্রাক ধরা হয়েছে অন্ডাল মোর জি টি রোড সংলগ্ন এলাকা থেকে। ১৫ টি গাড়ির ড্রাইভারকে আজ কোর্টে তোলা হয় ।সব গাড়িতেই ওভারলোড বালি রয়েছে বলে জানা গেছে ।তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ। এই বালির ট্রাক গুলো পাণ্ডবেশ্বর অজয় ঘাট থেকে লোড হয়ে আসছিল বলে জানা যায়।